মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৩, স্বর্ণালংকার-আইফোন উদ্ধার

মোহাম্মদপুরে যৌথবাহিনীর পরিচয়ে  ডাকাতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা, ১৩ অক্টোবর

মোহাম্মদপুরে যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা, ১৩ অক্টোবরছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মাসুদুর রহমান (৪৭)। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

যৌথ বাহিনীর পরিচয়ে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট, মামলা

এর আগে গতকাল এ ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁদের কাছ থেকে ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস আজ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাঁদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট, আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকার মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮, পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য : র‍্যাব

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *