বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীছবি: ফাইল ছবি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগ–যুবলীগের যেসব নেতা–কর্মী বন্দুক দিয়ে গুলি চালিয়েছে, তাদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না।
গতকাল রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দেশে ফিরলে তাঁকে সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমানের কবরে যান এবং সেখানে ফাতেহা পাঠ করেন
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী প্রশ্ন রাখেন, যারা আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে, তাদের আপনারা খুঁজে পাবেন না, এটা কেমন কথা?
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের অনেক নেতা ভারতে গিয়েছেন। ভারত তাঁদের পাসপোর্ট চেক করেনি। তাঁদের ভিসাও লাগেনি। অথচ বাংলাদেশের অন্য মানুষ ভারতে গেলে তাঁদের তো পাসপোর্ট–ভিসা লাগে। তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্যকে র্যাব-পুলিশ বাংলাদেশের ভেতরে দুই মাস গুম করে রাখার পর ভারতে ফেলে এসেছিল। সেখানে তাঁকে জেল খাটতে হয়েছে।
ভারতের উদ্দেশে রুহুল কবির রিজভী এ-ও বলেন, ‘ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। সে দেশে গণতন্ত্র আছে। তারা কী করে বাংলাদেশে এক চোখে দেখে? তারা জনগণকে অবজ্ঞা করে, তারা বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্বকে নিয়ে অবজ্ঞা করে।’
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল কবির, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্তসহ অনেক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।